Recent Posts

Murshidabad: উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার এক

Murshidabad: উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার এক

মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পুলিশের নওদা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করা হয়। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ধৃত ব্যক্তির নাম ঠিকানা …

Read More »

siliguri: টেনেন্ট ইনফরমেশন পোর্টাল বিষয়ক সচেতনতা শিবির

siliguri: টেনেন্ট ইনফরমেশন পোর্টাল বিষয়ক সচেতনতা শিবির

শিলিগুড়ি পৌর নিগমের বিয়াল্লিশ (siliguri) নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভা সুব্বার উদ্যোগে ও ভক্তিনগর থানার সহায়তায় রবিবার আয়োজিত হয় টেনেন্ট ইনফরমেশন পোর্টাল বিষয়ক এক সচেতনতা শিবির। উল্লেখ্য চলতি মাসের পনেরো তারিখ শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর ও শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব টেনেন্ট ইনফরমেশন পোর্টাল এর উদ্বোধন করেন। এই পোর্টাল কিভাবে ব্যবহার করা যাবে সে বিষয়ে সাধারন মানুষকে সচেতন করার …

Read More »

siliguri: মানুষের কাছে চলো কর্মসূচিতে মেয়র

siliguri: মানুষের কাছে চলো কর্মসূচিতে মেয়র

শিলিগুড়ি (siliguri) পৌর নিগমের উদ্যোগে আয়োজিত মানুষের কাছে চলো কর্মসূচিতে অংশ নিলেন মেয়র গৌতম দেব। শনিবার পৌর নিগমের তেরো নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচিতে মেয়র ওয়ার্ডের বাড়ি বাড়ি যান ও বাসিন্দাদের সাথে কথা বলে তাদের ওয়ার্ডের সমস্যাগুলি সম্পর্কে অবহিত হন। বাসিন্দারা হাতের কাছে সপার্ষদ মেয়র কে পেয়ে মন খুলে তাদের সমস্যার কথা বলেন। মেয়র সমস্যা সমাধানে দ্রুত …

Read More »

Alipurduar: পাচারের পথে উদ্ধার কুড়ি লক্ষ টাকার বার্মা টিক কাঠ,বাজেয়াপ্ত কন্টেনার

Alipurduar: পাচারের পথে উদ্ধার কুড়ি লক্ষ টাকার বার্মা টিক কাঠ,বাজেয়াপ্ত কন্টেনার

বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প (Alipurduar) পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জের কর্মীরা শনিবার সকালে গোপন সুত্রে খবর পান অসম থেকে চা পাতার বস্তার আড়ালে লুকিয়ে একটি কন্টেনারে করে উত্তরপ্রদেশে পাচার করা হচ্ছে বহুমূল্য বার্মা টিক কাঠ। খবর পেয়ে ভল্কা রেঞ্জের রেঞ্জার এর নেতৃত্বে বন কর্মীরা সাতাশ নম্বর জাতীয় সড়কে ওঁত পাতেন। অসম বাংলা সীমানা পেরিয়ে উত্তর প্রদেশের রেজিষ্ট্রেশন নম্বর যুক্ত কন্টেনারটি …

Read More »

Alipurduar: নেশার ট্যাবলেট সহ গ্রেপ্তার একজন

Alipurduar: নেশার ট্যাবলেট সহ গ্রেপ্তার একজন

প্রচুর পরিমানে নেশার (Alipurduar) ট্যাবলেট সহ এক ব্যাক্তিকে গ্ৰেফতার করল পুলিশ ।গোপন সুত্রে খবরের ভিত্তিতে জয়গাঁ থানার পুলিশ শুক্রবার জয়গাঁ থানার দলসিংপাড়া ছেত্রী লাইন এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় নয়শো নিষিদ্ধ নেশা ট্যাবলেট উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্ৰেফতার করেছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

Read More »