Breaking News

Recent Posts

Jalpaiguri: জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন

Jalpaiguri: জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন

প্রতি বছর জুলাই মাসের (Jalpaiguri) আঠাশ তারিখ দিনটিকে দুনিয়া জুড়ে বিশ্ব হেপাটাইটিস দিবস রূপে পালন করা হয়। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করলো। জানা গেছে এদিন জলপাইগুড়ি শহরে একটি সচেতনতা র‍্যালির আয়োজন করা হয়। এরপর আয়োজিত হয় হেপাটাইটিস বিষয়ক সেমিনার। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে হেপাটাইটিস এ,বি,সি,ডি ও ই সম্পর্কে ধারনা প্রদান,রোগ নির্ণয়,প্রতিকার ও প্রতিরোধ …

Read More »

CoochBehar: সপ্তাহের প্রথম দিনেই টেবিলে অনুপস্থিত কর্মীদের একাংশ,পরিবহন ভবন পরিদর্শন করে ক্ষুব্ধ চেয়ারম্যান

CoochBehar: সপ্তাহের প্রথম দিনেই টেবিলে অনুপস্থিত কর্মীদের একাংশ,পরিবহন ভবন পরিদর্শন করে ক্ষুব্ধ চেয়ারম্যান

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় (CoochBehar) পরিবহন নিগমের সদর দপ্তর কোচবিহার পরিবহন ভবনে সপ্তাহের প্রথম কাজের দিন সোমবারে সময়মতো হাজির ছিলেননা বেশ কয়েজন কর্মী। জানা গেছে এদিন সকাল এগারোটার পর পরিবহন ভবনে পরিদর্শনে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি দপ্তর পরিদর্শনে গিয়ে ত্রিশ জন কর্মী কে তাদের নির্দিষ্ট টেবিলে অনুপস্থিত দেখতে পান। পার্থপ্রতিম রায় জানান কর্মীদের সময়মতো অফিসে হাজির হতে …

Read More »

Alipurduar: কামাখ্যাগুড়িতে যৌথ উদ্যোগে বসানো হল সিসি ক্যামেরা

Alipurduar: কামাখ্যাগুড়িতে যৌথ উদ্যোগে বসানো হল সিসি ক্যামেরা

কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে (Alipurduar) বসানো হল সিসি ক্যামেরা। রবিবার কামাখ্যাগুড়ি বাজার চৌপথীতে এমনটাই লক্ষ্য করা গেল। কামাখ্যাগুড়ি বাজার চৌপথীতে বেশ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। জানা গিয়েছে, কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতি ও কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ যৌথভাবে ওই ক্যামেরা গুলি লাগিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি কামাখ্যাগুড়ি এলাকায় ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। ফলে স্থানীয়দের আতঙ্ক ছড়ায়। এই পরিস্থিতিতে এলাকায় সিসি ক্যামেরা লাগানো …

Read More »

CoochBehar: কোচবিহার জেলার বক্সীরহাটে অসম বাংলা সীমানার জোড়াই মোড়ে ধিক্কার সভা তৃণমূলের

CoochBehar: কোচবিহার জেলার বক্সীরহাটে অসম বাংলা সীমানার জোড়াই মোড়ে ধিক্কার সভা তৃণমূলের

অসম সহ বিজেপি শাসিত (CoochBehar) রাজ্যগুলিতে বাংলা ভাষা ভাষী মানুষদের উপর অত্যাচারের প্রতিবাদে রবিবার কোচবিহার জেলা তৃণমুলের ডাকে অসম বাংলা সীমানার বক্সীরহাট জোড়াই মোড়ে আয়োজিত হয় ধিক্কার সভা। উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমুলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন,দলের জেলা চেয়ারম্যান গিরিন্দ্র নাথ …

Read More »

Alipurduar: আলিপুরদুয়ার জেলার বিদ্যালয় গুলিতে পেঁপেঁ চারা বিতরন শুরু করলো রাজ্য সরকারের উদ্যান পালন দপ্তর

Alipurduar: আলিপুরদুয়ার জেলার বিদ্যালয় গুলিতে পেঁপেঁ চারা বিতরন শুরু করলো রাজ্য সরকারের উদ্যান পালন দপ্তর

পশ্চিমবঙ্গ সরকারের (Alipurduar) উদ্যান পালন দপ্তরের আলিপুরদুয়ার জেলা শাখা জেলার বিদ্যালয়গুলিতে উন্নত প্রজাতির পেঁপে চারা বিতরন কর্মসূচি শুরু করলো মঙ্গলবার থেকে। জানা গেছে জেলার মোট এক হাজার ছয়শো সত্তরোটি প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ছাব্বিশ হাজার পেঁপে চারা বিতরন করা হবে। উদ্দ্যেশ্য বিদ্যালয়গুলির মিড ডে মিল প্রকল্পের কিচেন গার্ডেন গুলিতে পেঁপেঁ গাছ লাগিয়ে মিড ডে মিলে খরচের সাশ্রয় করা।

Read More »