জনগনের সুরক্ষা ও জেলার সার্বিক (CoochBehar) নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত নাশকতা বিরোধী তল্লাশী চালিয়ে থাকে …
Read More »CoochBehar: ঊণ আশি তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলা জুড়ে তল্লাশী পুলিশের
জনগনের সুরক্ষা ও জেলার সার্বিক (CoochBehar) নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত নাশকতা বিরোধী তল্লাশী চালিয়ে থাকে কোচবিহার জেলা পুলিশ। দেশের ঊন আশি তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার কোচবিহার জেলার সর্বত্র এবং কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তল্লাশী অভিযান চালায় পুলিশ। এদিন কোচবিহার রাজবাড়ি, হাসপাতাল, পার্ক, বাজার এলাকাগুলিতে মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ নিয়ে তল্লাশী চালানো হয় । পুলিশ সূত্রে জানানো হয়েছে স্বাধীনতা …
Read More »