শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Alipurduar: ভুটানের মদ সহ তিন জন গ্রেফতার

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ভুটানের মদ সহ তিন জন গ্রেফতার কালচিনি ব্লকের সুভাষিনী (Alipurduar) চা বাগান এলাকা থেকে প্রচুর পরিমাণে ভুটানের মদ সহ তিনজনকে গ্রেফতার করলো আবগারি দপ্তর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার দুপুর একটা নাগাদ কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান এলাকায় যৌথ অভিযান চালায় আবগারি দপ্তরের জয়গাঁ, আলিপুরদুয়ার কালচিনি, কুমারগ্রাম সহ একাধিক সার্কেলের আধিকারিক ও কর্মীরা। অভিযানে ১২০ বোতল ভুটানের মদ উদ্ধার হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে এদিন দুপুর ২ টা নাগাদ জানালেন জয়গাঁ সার্কেল আবগারি দপ্তরের ওসি জাকির হোসেন। তিনি জানান গোটা ঘটনার তদন্ত চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।