শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Bengali language: বাংলা ভাষা সহ একাধিক ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, নিউজ ডেস্ক

Bengali language: বাংলা ভাষা সহ একাধিক ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকসংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে (Bengali language) বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে।(Bengali language) এই স্বীকৃতি পাওয়ার ফলে বাংলা ভাষার জন্য অনেক সুবিধা পাওয়া যাবে। এবার থেকে বাংলা ভাষার বিশেষজ্ঞদের জন্য দুটি আন্তর্জাতিক পুরস্কার দেবে।কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠা করে বাংলা ভাষাকে বিশেষভাবে পড়ানো হবে তার ফলে প্রত্যেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাংলা ভাষার প্রচার হবে। বাংলা ছাড়াও প্রাকৃত,অসমীয়া, মারাঠি এবং পালি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে মর্যাদা দেবার জন্য বহুদিন ধরে বিশিষ্ট ব্যক্তিরা লড়াই করে চলেছেন। এই বিষয়ে অনেকে মুখরও হয়েছিলেন। তবুও বাংলার মতো সমৃদ্ধ সৃষ্টিকর্মের ভাষা ধ্রুপদীর ভাষা হিসেবে ঠাঁই পায়নি। তাই বাংলা ভাষার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগও একাধিকবার উঠেছে। অবশেষে বাংলা ভাষার মুকুটে নতুন পালক বসানো হলো। স্বীকৃতি মেলার পর এবার থেকে বাংলার প্রাচীন পুঁথি এবং অন্যান্য লেখা সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রাচীন গ্রন্থগুলো ডিজিটাল করা হবে। বাংলা ভাষার চর্চা করতে তৈরি হবে বিশেষ গবেষণা কেন্দ্র। বাংলা নিয়ে উচ্চশিক্ষায় গেলে পড়ুয়ারা বৃত্তি পাবেন। বাংলার সঙ্গে যুক্ত সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বাংলা ভাষার সঙ্গে জড়িত স্থাপত্য বিশেষ ভবনগুলোকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করা হবে। ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি পাবার পর বাংলা ভাষা নিয়ে একাধিক অনুষ্ঠান যেমন আয়োজন করা হবে তেমনি বিশ্ববিদ্যালয়গুলোতেও বাংলা পড়ানোর জন্য বিশেষ কোর্স থাকবে। এমনকি বাংলা নিয়ে পড়াশোনা করলে কর্মসংস্থানের ও সুযোগ বাড়বে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।