শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

DURGA PUJA: দুর্গা পুজার উৎসবের দিনগুলিতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে মালদহ জেলা পুলিশ চালু করলো পিঙ্ক প্যাট্রোল ভ্যান

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

DURGA PUJA: দুর্গা পুজার উৎসবের দিনগুলিতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে মালদহ জেলা পুলিশ চালু করলো পিঙ্ক প্যাট্রোল ভ্যান দুর্গা পুজার উৎসবের (DURGA PUJA) দিনগুলিতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে ও নিরাপদ পরিবেশ সৃজনের লক্ষ্যে মালদহ জেলা পুলিশ চালু করলো পিঙ্ক প্যাট্রল ভ্যান। বুধবার জেলার পুলিশ সুপার দুটি চার চাকার ছোট গাড়িকে পিঙ্ক প্যাট্রল ভ্যান রূপে চালু করেন। তিনি জানান এই ভ্যান দুটিতে একজন লেডি এস আই এর সাথে মহিলা কনস্টেবল রা থাকবেন। ভ্যান দুটি শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে টহল দেবে। স্কুল, কলেজ,গার্লস হোস্টেল, জন বহুল স্থানগুলিতে টহলদিয়ে নজরদারি চালাবে এই বাহিনি। সাথে স্কুটিতে করেও যাবেন মহিলা পুলিশরা। মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই বাহিনী কাজ করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।