আর জি কর কান্ডের বিচার(Doctor) সহ দশ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন আন্দোলন (Doctor)কে সমর্থন জানিয়ে বুধবার গণ ইস্তফা দিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা। উল্লেখ্য মঙ্গলবার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা গন ইস্তফা দেন। রবিবার থেকে জুনিয়র চিকিৎসকরা আমরন অনশন কর্মসূচী শুরু করেছেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা রবিবার অনশন কর্মসূচি পালন করেন। সোমবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি পরিষেবা বিভাগের সামনে দুই জুনিয়র চিকিৎসক আমরন অনশন শুরু করেছেন। তাদের আন্দোলন কে সমর্থন জানিয়ে বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র চিকিৎসক রা গন ইস্তফা দিয়ে জানান তারা হাজিরা খাতায়৷ সই করবেননা কিন্তু কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি তারা আরও জানান কয়েকদিন ধরে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহন না করায় তারা ক্ষুব্ধ।
Mass resignation-Doctor: জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কে সমর্থন জানিয়ে গণ ইস্তফা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি