ষষ্ঠীর রাতে মুষলধারে বৃষ্টির (DURGA PUJA) পাশাপাশি লোডশেডিং এবং বজ্রপাতের দরুন জনশূন্য হয়ে গেল আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের পুজো মন্ডপ গুলো এমনটাই দেখা গেছে বুধবার রাত আটটা নাগাদ। একদিকে লোডশেডিং এর দাপট অন্যদিকে মুষলধারে বৃষ্টি তার সঙ্গে মাঝেমধ্যেই হচ্ছে বজ্রপাত। মূলত ষষ্ঠীর আনন্দ মাটিতে মিশিয়ে দিল প্রাকৃতিক দুর্যোগ। বেশ কয়েকটি পূজো মণ্ডপের উদ্বোধন করেছেন বিভিন্ন প্রশাসনিক কর্তারা । বুধবার রাতেও অনেক পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়নি। বুধবার সন্ধ্যা পর্যন্ত কুমারটুলিতে পড়ে রয়েছে প্রতিমা পুজো প্যান্ডেলে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। দিনভর দফায় দফায় বৃষ্টির দরুন নাজেহাল হয়ে গেছেন পুজো কমিটির কর্মকর্তা থেকে শুরু করে দর্শকরাও। সন্ধ্যা থেকেই মুষলধারে বৃষ্টি আর এর ফলেই পুজো প্যান্ডেল গুলি জনশূন্য হয়ে গেছে।
DURGA PUJA: ষষ্ঠীর রাতে লোডশেডিং এর পাশাপাশি বৃষ্টি বজ্রপাত
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার