রেললাইন ধারে লুকিয়ে রাখা বোমা বল ভেবে খেলতে গিয়ে মঙ্গলবার সাতসকালে বিস্ফোরনে মৃত্যু হল এক বালকের। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোর। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে রেল প্রশাসন। বুধবার সকাল থেকেই রেললাইনের দুপাশের ঝোপঝাড় ও জঙ্গলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি তল্লাশি অভিযানে সামিল ছিলেন শিয়ালদহ জিআরপির বোম্ব স্কোয়াডও। যদিও রেললাইনের ধারের জঙ্গলগুলো থেকে কিছুই উদ্ধার হয়নি। এদিন ঘটনাস্থলে এসে নৈহাটি জিআরপি থানার আইসি বাসুদেব মল্লিক বলেন, জগদ্দল স্টেশন থেকে কাঁকিনাড়া স্টেশন পর্যন্ত অপরাধমূলক কাজকর্ম বেশিমাত্রায় হয়। তাই রেলপ্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের নির্দেশ মতো জগদ্দল থেকে কাঁকিনাড়া স্টেশন পর্যন্ত রেললাইনের দুপাশের জঙ্গলে তল্লাশি চালানো হয়। কিন্তু কিছুই উদ্ধার হয়নি। তবে বোমা বিস্ফোরনের ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
Bhatpara: ভাটপাড়ায় বিস্ফোরণ কান্ডে বালকের মৃত্যুর পর বোমার খোঁজে শিয়ালদহ জিআরপির স্নিফার ডগ
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper