সাইবার ক্রাইমের শিকার হলেন ইছাপুর আনন্দমঠ এলাকার বাসিন্দা কৌশিক চক্রবর্তী। বেসরকারি সংস্থার কর্মী কৌশিক বাবুর ব্যাঙ্ক একাউন্ট থেকে উধাও ১ লক্ষ ৬৫ হাজার টাকা। ব্যাঙ্কে গচ্ছিত থাকা সমস্ত টাকা খুইয়ে একেবারে ভেঙে পড়েছেন কৌশিক বাবু। তিনি ব্যারাকপুর কমিশনারেটের সাইবার সেল এবং নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। প্রতারিত কৌশিক চক্রবর্তীর কথায়, বুধবার বেলায় তার মোবাইলে একটি মেসেজ আসে বিদ্যুতের বিল বাকি আছে। বিল পেমেন্টের রসিদ পাঠানো হলে, বলা হয় পেমেন্ট আপডেট করার জন্য ২৫ টাকা দিতে হবে। একটি এপস পাঠিয়ে তাকে ডাইনলোড করতে বলা হয়। এপস ডাউনলোড হতেই আসা রেজিস্ট্রেশন নাম্বার জেনে নেয় অনলাইন প্রতারকরা। প্রথমে তাঁর একাউন্ট থেকে ২৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। তারপর ধাপে ধাপে মোট তাঁর ১ লক্ষ ৬৫ হাজার টাকা একাউন্ট থেকে গায়েব হয়ে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই তিনি ‘ টিম ভিউয়ারস এপস আন ইনস্টল করে দেন। যদিও আন ইনস্টল করার আগেই তাঁর একাউন্ট খালি হয়ে যায়।
barrackpore: সাইবার ক্রাইমের শিকার ইছাপুরের এক বাসিন্দা, তাঁর একাউন্ট থেকে উধাও ১ লক্ষ ৬৫ হাজার টাকা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ, এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper