Breaking News

Bhatpara: অর্ধেক পেনশন দেওয়ার প্রতিবাদে ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মচারীদের

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Bhatpara: অর্ধেক পেনশন দেওয়ার প্রতিবাদে ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মচারীদের
bhatpara-retired-employees-protest-in-bhatpara-municipality-against-half-pension-west-bengal-india-ei-yugঅর্ধেক পেনশন দেওয়ার প্রতিবাদে সোমবার সরব হলেন ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। অভিযোগ, অক্টোবর মাসের পেনশনের অর্ধেক টাকা একাউন্টে জমা পড়েছে। এদিন বেলায় পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা চেয়াপার্সনের ঘরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পেনশনের পুরো টাকা মিটিয়ে দিতে হবে। বিক্ষোভ শেষে চারজনের প্রতিনিধি দল চেয়ারপার্সন ও উপ-পুরপ্রধানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, পুরসভার ফান্ড ক্রাইসিস চলছে। তবুও পেনশন নিয়ে সমস্যা খুব শীঘ্রই মিটিয়ে ফেলা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।