শ্যামপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিদগ্ধ হওয়া আহতদের মধ্যে দুজনের মৃত্যু হল।ক্ষতিপূরণের দাবিতে গ্যাস অফিসের সামনে মৃত রেখে বিক্ষোভ দেখালো মৃতের পরিবার ও গ্রামবাসীরা। গত ২৬ শে অক্টোবর শ্যামপুরের আড়গোড়িতে গ্যাস সিলেন্ডার লিক করে অগ্নিদগ্ধ হয়ে আহত হয় ১১ জন।আহতরা উলুবেড়িয়া ও কলকাতায় চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে মামনি প্রামানিক নামে বছর ত্রিশের এক মহিলার মৃত্যু হয় গত পাঁচদিন আগে। সোমবার রাতে বছর ছাব্বিশের সুব্রত মন্ডল নামে এক যুবকের মৃত্যু হয়। ক্ষতিপূরণের দাবিতে গ্যাস অফিসের সামনে মৃত দেহ রেখে মৃতের পরিবার ও গ্রামবাসীরা। ঘটনাস্থলে শ্যামপুর থানার পুলিশ।
Howrah: শ্যামপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিদগ্ধ ঘটনায় মৃত দুই
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper