রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায় ও শিলিগুড়ি পৌর নিগমের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে উদ্বোধন হল মা ক্যান্টিন। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব ফিতে কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন। তিনি জানান রাজ্যের শহর ও মফস্বলের দরিদ্র মানুষদের প্রতিদিন পাঁচ টাকার বিনিময়ে দ্বিপ্রাহরিক অন্নের সংস্থানের এই প্রকল্পে শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে এই ক্যান্টিনের উদ্বোধন হল। এখানে পাঁচ টাকার বিনিময়ে প্রতিদিন দ্বিপ্রাহরিক আহারে পাওয়া যাবে ডিম, সবজি, ডাল, ভাত। এর ফলে জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রুগীদের পরিজনেরা মাত্র পাঁচ টাকার বিনিময়ে দুপুরে পেটপুরে খেতে পারবেন।
Siliguri: শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে উদ্বোধন হল মা ক্যান্টিন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper