কয়েকদিন ধরেই মালবাজারের মেটেলি ব্লকের বিলকোট চা বাগান এলাকায় উৎপাত করছিলো একটি বুনো ভালুক । ভালুকটিকে ধরার জন্য তিনদিন ধরে খাঁচা পাতা হচ্ছিলো বিভিন্ন স্থানে। শনিবার রাতে ঐ খাঁচায় আটকে পড়লো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। বনকর্মীরা রবিবার সকালে ভালুকের জন্য পাতা খাঁচায় চিতাবাঘটিকে দেখে কিছুটা অবাক হয়ে যান। পরে তারা খাঁচাবন্দী চিতাবাঘটিকে গরুমারা নিয়ে যান জঙ্গলে ছেড়ে দেবার জন্য। ভালুক ধরা না পড়ায় এলাকায় ভালুকের আতঙ্ক রয়েই গেলো। বন দপ্তর সূত্রে জানা গেছে ভালুকটিকে ধরার জন্য ফের খাঁচা পাতা হবে।
ভালুকের জন্য পাতা খাঁচায় ধরা পড়লো চিতাবাঘ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper