শিলিগুড়ি পৌর নিগম এলাকার হিন্দি হাই স্কুল ফর গার্লস, রবীন্দ্রনগর এলাকার রবীন্দ্র বিদ্যাপীঠ জি এস এফ পি স্কুল, সাতাশ নম্বর ওয়ার্ডের স্বামী চৈতাওনন্দ জি এস এফ পি স্কুল এবং একটি সার্বজনীন পাঠাগারের পরিকাঠামোগত সার্বিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার সরজমিনে পরিদর্শন করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। তিনি এদিন বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে পরিকাঠামোগত যেসব খামতি রয়েছে সেগুলি সম্পর্কে খোঁজ খবর নেন। সার্বজনীন পাঠাগারের কর্তৃপক্ষের সাথেও তিনি কথা বলেন। মেয়র জানান সকলের সাথে কথা বলে পরিকাঠামোগত দূর্বলতা গুলি দূর করার উদ্দ্যেশ্যে একটি পরিকল্পনা গ্রহন করে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করা হবে। মেয়রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
শিলিগুড়ি পৌর এলাকার দুটি প্রাথমিক বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় সহ একটি পাঠাগারের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে পরিদর্শনে মেয়র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper