ট্রাফিক আইন ভাঙার অভিযোগে শুক্রবার লালবাজারে ১১ হাজার টাকা ফাইন জমা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি ফাইন জমা দিয়েই ক্ষান্ত হলেন না। ফাইনের ডকুমেন্টস তাকে দেবারও তিনি দাবি করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বললেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তার বিরুদ্ধে নোংরামি করা হচ্ছে। শুভেন্দুর সাফ জবাব, ওরা যতই নোংরামি করবে, তিনি ততই শক্তিশালী হবেন। এবার রাজ্য থেকে তাড়ালেই তার কাজ শেষ হবে বলে এদিন খোলামেলা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা । তিনি সোজাসাপটা বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেই বাংলায় বিজেপি আছে কিনা, তা প্রমাণ হয়ে যাবে।এদিন গুজরাটে ভোট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন – বিজেপি গুজরাটে কমকরে দেড়শো আসন পাবে ।
গুজরাটে বিজেপি দেড়শো আসন পাবে : শুভেন্দু অধিকারী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা