বাঙালি নারীর বলিউডের জয় যাত্রা অব্যাহত I বি-টাউনে সবসময়ই বাঙালি মেয়েদের চাহিদা তুঙ্গে। সেকালে শর্মিলা ঠাকুর, জয়া বচ্চন থেকে শুরু করে একালের রানী মুখার্জি,বিপাশা বসু আরও অনেকেই বি-টাউন জয় করেছেন।এবার তাদেরকেই অনুসরণ করে বলিউডের পর্দায় পা রাখেন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেয়ে মৌনি রয়। প্রথমে টেলিভিশনের পর্দায় অভিনয় করলেও বর্তমানে তিনি বলিউডের অন্যতম ডান্সিং আইকন হিসেবে পরিচিত।জনপ্রিয় ধারাবাহিক নাগিন’এ অভিনয় করেই মূলত নিজের পরিচিত গড়ে তোলেন অভিনেত্রী। এরপর নানা রিয়েলিটি শো থেকে শুরু করে ব্লকব্লাস্টার সিনেমার আইটেম গানে নাচ করে এক বিরাট ফ্যানবেস তৈরি করেছেন মৌনি।’দিল গালতি কর বেইঠা হ্যায়’,’গালি গালি’,’পাতলি কামারিয়া’র মতো দুর্দান্ত গানে মন মাতানো নাচ করেছেন তিনি। জনপ্রিয় সিনেমা কেজিএফের আইটেম গানেও ছিল মৌনি রয়ের হট সেনসেশন ডান্স স্টেপ।আর এবারে টিসিরিজের ভিডিও অ্যালবাম গানে আবারও দর্শকদের ঘুম ওড়াতে হাজির হয়েছেন মৌনি। টিসিরিজ প্রযোজিত ‘ফাকিরান’ গানে পাগল করলেন মৌনি Iস্লিভলেস ব্লাউজে সুস্পষ্ট বক্ষ বিভাজিকা আর সাথে পা চেড়া লং স্কার্ট যেন যৌবনের প্রতীক। টোনড ফিগার সহ উঁচু উরুতে বেলি ডান্স আবার কখনো হিপ-হপ করছেন মৌনি। গানটির কোরিওগ্রাফি করেছেন পিযূস এবং সাজিয়া। তনিস্ক বাগচীর সুরে আগুন জ্বালালেন তিনি I সোশ্যাল মিডিয়াতে ঝড়ের নাম এখন মৌনি I নেটিজেনদের রাতের ঘুম হারাম করেছেন এই নায়িকা I তার হট অ্যান্ড বোল্ড অবতার দেখেই কালঘাম ছুটছে অনুরাগীদের I ব্যাপক সাড়া ফেলেছে এই গান I নিজের যৌবনের উষ্ণতার আঁচে আবারো মাত করলেন বঙ্গ ডিভা I
Tags Mouni Roy
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper