আমিশা প্যাটেলের ভরা যৌবনের নেশায় কুপোকাত হাজারো ভক্ত। শরীর নেশায় ভক্তদের অ্যাটেনশন পেতে হামেশাই ছবি-ভিডিও শেয়ার করেন বলি নায়িকা। ফের নিজের সোশ্যাল মিডিয়ায় হট ভিডিও শেয়ার করে ভক্তদের পাগল করে দিলেন আমিশা , মুহুর্তে সেই ভিডিও ভাইরাল I৪৬ বছর বয়সী আমিশা প্যাটেলের হটনেসে পুড়ে ছাই হচ্ছেন নেটিজেনরা। এই বয়সে এসেও নিজেকে যেভাবে ধরে রেখেছেন তা সত্যিই ঈর্ষনীয়। সেক্সি হট ক্লিভেজ ফ্লন্টস করে ভক্তদের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন গদর ছবির নায়িকা।অভিনয়ে যতটা না সুনাম অর্জন করেছেন তার চেয়ে অনেক বেশি বির্তকে জড়িয়েছেন আমিশা প্যাটেল। একের পর এক নয়া সম্পর্ক থেকে বিচ্ছেদ নায়িকার জীবন যেন রোলার কোস্টার রাইড। যদিও এসব গসিপকে তোয়াক্কা না করে বিন্দাস থাকতেই পছন্দ করেন ৠতিক রোশনের নায়িকা।উন্মুক্ত বক্ষযুগলের নেশাতেই ঘায়েল ভক্তরা। প্রতিটি ছবিতেই উপচে পড়ছে শরীরী উষ্ণতা। হট অবতারে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে আমিশার হটকে মুভস।’কহো না প্যায়ার হ্যায়’ ছবিতেই বলি অভিনেতা হৃতিক রোশনের বিপরীতে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল । বলিউড থেকে অনেকটাই দূরে রয়েছেন ‘কহো না প্যায়ার হ্যায়’-এর মিষ্টি নায়িকা। তবে বলিউডে খুব একটা দেখা না গেলেও গত কয়েক বছরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হটেস্ট অভিনেত্রীর তকমা পেয়েছেন আমিশা প্যাটেল।খুব শীঘ্রই আমিশাকে ‘গদর ২’ -এর সিক্যুয়েলে দেখা যাবে। সানি দেওলের বিপরীতেই আবার দেখা যাবে আমিশাকে। এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। কারণ এই সিক্যুয়েলটি প্রত্যাশিত চলচ্চিত্রের মধ্যে একটি। দীর্ঘবছর বাদে সানি ও আমিশা জুটিক দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।তবে বর্তমানে নেটদুনিয়ার হট টপিক নায়িকার বোল্ড লুক I
Tags Ameesha Patel
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper