হুগলীর চুঁচুড়ায় বিজেপির অধিকার সভায় রাজ্য সরকার কে একাধিক বিষয়ে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে একের পর এক আক্রমন করে রাজ্যের শাসকদল কে । তিনি বলেন ডিএ রাজ্যের কর্মচারীদের দিতেই হবে । ডিএ পাশাপাশি কেন্দ্রীয় আবাস যোজনা , চাকরি সহ একাধিক দুর্নীতির প্রসঙ্গে চুঁচুড়ার সভামঞ্চ থেকে রাজ্যের শাসকদল কে আক্রমন করলেন শুভেন্দু অধিকারী । তিনি আবারও এদিন ডিসেম্বর এর কথা মনে করালেন । এদিন শুভেন্দু অধিকারী র সভা ঘিরে চুঁচুড়ায় বিজেপি কর্মী সমর্থকদের জনস্রোত দেখা যায় । এদিন চুঁচুড়ার বিজেপি র সভায় শুভেন্দু অধিকারী ছাড়া ও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির একাধিক বিশিষ্ট নেতা নেত্রী ।
Suvendu Adhikari: ডিএ প্রসঙ্গে রাজ্য সরকার কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, হুগলী
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper