শনিবার হাওড়া সিটি পুলিশের উদ্যোগে ‘উৎসর্গ’ প্রকল্পে দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের তরফ থেকে দ্বিতীয় হুগলি সেতুর ট্রাফিক গার্ডের আইসি জয়ন্ত সিংহের তত্ত্বাবধানে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরের সূচনা করেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। উপস্থিত ছিলেন ফুটবলের জাতীয় প্রশিক্ষক মৃদুল ব্যানার্জি, ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য, ডিসি সেন্ট্রাল শবরী রাজ কুমার, ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস, শিবপুর থানার আইসি অরূপ রায় সহ হাওড়া সিটি পুলিশের অন্যান্য আধিকারিকরা। ওই রক্তদান শিবিরে ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য সহ পুলিশ ও সিভিক পুলিশের কর্মীরা রক্তদান করেন। সাঁতরাগাছি সেতু খোলার পর প্রথম দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, সবাই খুব খুশি। ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছিল। পিডব্লুডি পুলিশের সহায়তায় দ্রুত কাজ শেষ করেছে। আগে মানুষকে ঘুরে গন্তব্যস্থলে যেতে হতো। এখন সাঁতরাগাছি রেলওয়ে ওভারব্রিজ হয়ে সোজা যেতে পারছেন। বড়দিন এবং নতুন বছরের আগে মেরামতের কাজ শেষ হওয়ায় সুবিধা হয়েছে। এই উৎসবের সময় কলকাতায় ঘুরতে গেলে সহজে পৌঁছোতে পারবেন সকলে। যানজটের মোকাবিলায় বিভিন্ন জায়গায় ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হবে। এর পাশাপাশি নাকা চেকিং করা, হেলমেট পরে গাড়ি চালানোর জন্য মানুষকে মোটিভেট করা হচ্ছে।পুলিশ কমিশনার বলেন, কোভিডের ব্যাপারে সরকারি নির্দেশিকা মানা হবে। ভবিষ্যতে যদি আরও কোনও নির্দেশিকা আসে তাহলে মানুষকেও সচেতন করা হবে। অটো ও টোটোর প্রসঙ্গে তিনি বলেন, রুট পারমিট নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। টোটোর ব্যাপারে একটা মিটিং হয়েছে। খুব তাড়াতাড়ি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করা হবে।অনেক জায়গা থেকেই খবর আসছে টোটোর জন্য সমস্যা হচ্ছে। টোটোর এই সমস্যা কি করে সমাধান করা যায় তার জন্য জেলা প্রশাসনের সঙ্গে বসে কোনও একটা সমস্যার সমাধান করা হবে। অন্যদিকে, এদিনের শিবির প্রসঙ্গে দ্বিতীয় হুগলী সেতু ট্রাফিক গার্ডের আইসি জয়ন্ত সিংহ জানান, রক্তদান মহৎ দান। সকলকেই রক্তদানে উৎসাহিত করা হচ্ছে।
Howrah: হাওড়া সিটি পুলিশের উদ্যোগে ‘উৎসর্গ’ প্রকল্পে স্বাস্থ্যপরীক্ষা ও রক্তদান শিবির
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper