মাঝ রাস্তায় প্রাইভেট কার উল্টে ভয়ানক দুর্ঘটনা ১৬ নম্বর জাতীয় সড়কের ধূলোগড়ে। শনিবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলোগড় কোলাঘাট গামী লেন ফ্লাই ওভারে ওঠার মুখেই দুর্ঘটনা। কোলাঘাট গামী লেনে কলকাতার দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট কার যাত্রী নিয়ে পুরোপুরি উল্টে যায় মাঝ রাস্তায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রাইভেট কারের দুরন্ত গতি থাকার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত ওই পাইভেট কারের চালক ও এক মহিলা যাত্রী, মহিলা যাচ্ছি শরীরের উপরিভাগে প্রাণ হাতের দিকে চোট লাগে বলেই জানা গেছে। জনা যায় ওই গাড়িতে প্রায় আট থেকে নয় জন যাত্রী ছিল। দুর্ঘটনাটি ঘটে ধুলোগড় ট্রাফিক অফিস ঢিল ছোড়া দূরত্বে, ফলে দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। উদ্ধারকাজে হাত লাগায়ে স্থানীয় মানুষ, গুরুতর চোট লাগে চালক ও এক মহিলা যাত্রীর তাদের এবং অন্যান্য কয়েকজন যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, গাড়িটি পাল্টি খাচ্ছে সেটা দেখিনি, তবে বেশ কিছুটা দূর থেকে গাড়িটি উল্টে ঘষতে ঘষতে ভয়ানক ভাবে আসছে সেটা চোখে দেখলাম। তবে অল্পের জোরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। দুর্ঘটনা ঘটার ফলে জাতীয় সড়কের কোলাঘাট লেন কিছুটা যান চলাচল অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর, দ্রুত পুলিশ গাড়িটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
Road accident: মাঝ রাস্তায় প্রাইভেট কার উল্টে ভয়ানক দুর্ঘটনা ধূলোগড়ে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper