Breaking News

Shibpur: বাংলার সান্তা মমতা দি কর্মসূচি পালন শিবপুর বিধানসভায়

রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, হাওড়া

Shibpur: বাংলার সান্তা মমতা দি কর্মসূচি পালন শিবপুর বিধানসভায়আগামী র ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিবপুর কেন্দ্রর বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারির নির্দেশে শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রভাত মশাটের উদ্যোগে “বাংলার সান্তা মমতা দি” অভিনব কর্মসূচি পালিত হয়। “বাংলার সান্তা মমতা দি” এই কর্মসূচিটি 43 নম্বর ওয়ার্ড এ পালন করা হয়।মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ ,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ ও মনোজ তিওয়ারির মুখোশ পরে বাড়ি বাড়ি গিয়ে কেক লজেন্স এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকমের উন্নয়নের খতিয়ান দাওয়া হয় 25শে ডিসেম্বর উপলক্ষে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব নেতা অমিত দাস, সৌম্য ঘোষ ,মান্নান হোসেন সহ আরো কর্মী সমর্থক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।