অত্যাধুনিক পদ্ধতিতে সম্পত্তি কর আদায়ের উদ্দ্যেশ্যে শিলিগুড়ি পৌর নিগমের কর আদায়কারীদের হাতে তুলে দেওয়া হলো পি ও এস মেসিন। ইংরেজি নববর্ষের প্রাক্কালে শিলিগুড়ি শহরের রবীন্দ্র মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে এই মেসিনগুলি কর আদায়কারীদের হাতে তুলে দেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। তিনি জানান পৌর এলাকার কর আদায় ব্যবস্থাকে আধুনিকীকরণের উদ্দ্যেশ্যে পৌর নিগম এই উদ্যোগ গ্রহন করেছে। উপস্থিত ছিলেন পৌর নিগমের কাউন্সিলর গন সহ অন্যান্য আধিকারিকগন।
Siliguri: পৌর নিগমের কর আদায়কারী দের দেওয়া হলো পি ও এস মেসিন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি