সোমবার সন্ধ্যায় একটি হোন্ডা সিটি গাড়ি থেকে তেতাল্লিশ কেজি ছয়শ গ্রাম গাঁজা উদ্ধার করলো এন জে পি থানার পুলিশ। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে পুলিশ ফুলবাড়ি ক্যানাল রোডে ওঁত পেতে কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে আসা গাড়িটিকে আটক করে তল্লাশী চালিয়ে এই গাঁজা উদ্ধার করে। গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম পবিত্র বর্মন, কমল সরকার, নির্মল দাস, দেবাশ সরকার, সকলেই কোচবিহারের বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
siliguri: গাঁজা সহ আটক চার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি