বঙ্গতনয়া ত্রিধা চৌধুরী খুব অল্প সময়ের মধ্যেই মুম্বইয়ের গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের জায়গা করে নিয়েছেন । সম্প্রতি শীতের আমেজে বিকিনি পরে উষ্ণতার পারদ চড়ালেন বঙ্গতনয়া।বাঙালি কন্যার শরীরী জাঁদুতে ঘায়েল আট থেকে অষ্টাদশী। ফ্যানেরা মজেছে তার শরীরী উষ্ণতায়।টলি ইন্ডাস্ট্রিতে কয়েকটি বাংলা ছবি করার পরই তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন ত্রিধা চৌধুরী। তারপর থেকেই বলিউডের ছোট পর্দা, ওটিটি, সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করছেন ত্রিধা চৌধুরী।তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নজর মারলেই বোঝা যাবে তিনি নিজের পছন্দকে ঠিক কতটা প্রাধান্য দেন। এই কারণেই তিনি বিকিনি থেকে ব্রালেট সব পোশাকেই এতটা সাবলীল।স্টারপ্লাসের ধারাবাহিক দেহলিজে অভিনয় করে সকলের মনের কাছে পৌঁছে গেছিলেন ত্রিধা চৌধুরী। তারপর থেকেই বলিউডে একের পর এক কাজ করে চলেছেন তিনি।সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ত্রিধা, যেখানে কালো রঙের বিকিনিতে দেখা গিয়েছে নায়িকাকে। রাতের বেলায় সুইমিংপুলে শরীর ডুবিয়ে স্টিম অ্যান্ড সওনা উপভোগ করছেন বঙ্গতনয়া। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ।একাধিক টুকরো টুকরো ছবি জুড়েই ভিডিও পোস্ট করেছেন ত্রিধা। ফ্ল্যাট অ্যাবস,নির্মেদ চেহারায় চোখ আটকে গিয়েছে ভক্তদের। হট অ্যান্ড বোল্ড ফিগারে ত্রিধাকে দেখে হতবাক ভক্তরা। কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।ত্রিধার এই ছবিতে কেউ লিখেছেন সুন্দর, তো কেউ আবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি। নেটিজেনদের একজন কমেন্টে লিখেছেন, আপনি তাড়াতাড়ি কাজ পান এই প্রার্থনা করি, তাহলে আর এমন সব ছবি পোস্ট করবেন না। যদিও সমালোচনায় কান দিতে নারাজ ত্রিধা।
Tags Tridha Choudhury
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper