Breaking News

Skeleton Howrah: হাওড়া লিলুয়ার আনন্দনগরে কঙ্কাল উদ্ধার

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

 Skeleton Howrah: হাওড়া লিলুয়ার আনন্দনগরে কঙ্কাল উদ্ধার আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে নিখোঁজ হয়েছিলেন গীতা মালিক নামে এক বৃদ্ধা তিনি হাওড়ার লিলুয়ার আনন্দ নগর কালীতলার বাসিন্দা। তখন ওনার স্বামী বেচু মালিক জীবিত ছিলেন বেচু মালিক মারা যান প্রায় একমাস আগে কিন্তু আজ আনন্দনগর অঞ্চলের একটি জলাভূমি ছিল সেই জলাভূমিতে হোগলা পাতার বোন ছিল এবং প্রচুর জল থাকার জন্য সেখানে স্থানীয় মানুষরা কেউ যেতে পারত না। আজ সেই জল শুকিয়ে যাওয়ার ফলে এখনো সেই জলাশয় কাদা পাকে ভর্তি সেইখানেই এক স্থানীয় মানুষ শুকনো হোগলা পাতা ও কাঠ কুড়োতে যান তিনি কাঠ কুড়োতে গিয়ে দেখেন একটি মাথার খুলি এবং কিছু হাড়গোড় সেই দেখে ভয়ে চিৎকার করতে করতে তিনি চলে আসেন এবং এলাকায় প্রতিবেশীদের খবর দেন এলাকার মানুষ সেই খবর পেয়ে কৌতুহলবশত দেখতে যায় সেই কঙ্কালটি তৎক্ষণাৎ তারা ১০০ ডায়ালে ফোন করে ঘটনাটি জানান ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ তখন এলাকার মানুষ পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তখন এই বৃদ্ধার নাতনি ও সেখানে গিয়ে উপস্থিত হন এবং তিনি বলেন মহিলার কঙ্কালের পাশে পড়ে থাকা হাতের পলা এবং চুরি দেখে যে অনুমান করেন তার দিদিমার কঙ্কাল হতে পারে। এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায় ।পুলিশ কঙ্কালটি উদ্ধার করে এবং ওই নাতনির কথা মত ওই বাড়ির লোকেদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।এটি কার কঙ্কাল সেই নিয়েও তদন্ত নেমেছে লিলুয়া থানার পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।