ইসলামপুর পুলিশ জেলার সুপার বিশপ সরকার সোমবার একশজন দুস্থের হাতে তুলে দিলেন কম্বল। জানা গেছে এদিন কম্বল বিতরনের পাশাপাশি পুলিশ সুপার ইসলামপুর মহকুমার গোয়ালপোখরে সংস্কারকৃত সি আই অফিসটিরও উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ইসলামপুর সহ অন্যান্য পুলিশ আধিকারিক গন।
Uttar Dinajpur: দুস্থদের কম্বল বিতরণ করল ইসলামপুর পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, উত্তর দিনাজপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper