বৃহস্পতিবার , আগস্ট 7 2025
Breaking News

Monalisa: হট ফিগার, বোল্ড অবতারে নেটিজেনদের রাতের ঘুম উড়িয়েছেন ঝুমা বউদি, ভাইরাল ছবি

Monalisa: হট ফিগার, বোল্ড অবতারে নেটিজেনদের রাতের ঘুম উড়িয়েছেন ঝুমা বউদি, ভাইরাল ছবি মোনালিসা মানেই হটসেনসেশন ছবির উত্তেজনা। সেক্সি ফিগার, বোল্ড অবতারে পুরুষদের রাতের ঘুম উড়াতে সিদ্ধহস্ত মোনালিসা ওরফে ঝুমা বৌদি। ফের বিকিনি ছবি পোস্ট করতেই ভাইরাল অভিনেত্রী। বিকিনি ঠিকরে বেরোচ্ছে উন্মুক্ত ক্লিভেজ, সুইমিংপুলের নীল জলে উষ্ণতা ছড়ালেন ঝুমা বউদি । সেক্সি ফিগারের হট লুকে পুরুষদের রাতের ঘুম উড়াতে সিদ্ধহস্ত ঝুমা বৌদি। বয়স বাড়লেও গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে। শরীরী নেশা জাগানো ঝুমা বউদিকে দেখে ঠিক রাখতে পারছেন না ভক্তরা।ভোজপুরী অভিনেত্রী মোনালিসা সর্বদাই খবরের শিরোনামে থাকেন। তাকে নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়।টলি থেকে বলি সর্বত্রই তিনি দাঁপিয়ে বেড়াচ্ছেন। বিগ বসে অংশ নেওয়ার পর থেকে যেন তার চাহিদা তুঙ্গে। বর্তমানে হিন্দি টেলিভিশনেও অভিনয় করছেন মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে একের পর এক ছবিতে নজর কাড়ছেন সকলের প্রিয় ঝুমা বউদি।বয়স বাড়লেও গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে। ফের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ঝড় তুললেন মোনালিসা, যা দেখেই কুপোকাত ভক্তরা।কখনও বসে, কখনও আবার উপুড় হয়ে কিংবা কখনও কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে প্রতিটি ছবিতে পোজ দিয়েছেন ঝুমা বউদি। লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় মেতে ওঠা বৌদিকে দেখ ঘুম উড়ে গেছে ঠাকুরপোদের।মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস নয়, হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ ঝুমা বউদি নামেই সকলের কাছে পরিচিত। আর ঝুমা বৌদিকে চেনে না এমন দেওরের সংখ্যা প্রায় হাতে গোনা। বরাবরই সাহসী ছবি, লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় মেতে ওঠা বৌদিকে দেখতে সারাদিনই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।