হাওড়া সদরের অন্যান্য কেন্দ্র কে পিছনে ফেলে আবারো প্রমান করলো শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস সর্বদা এগিয়ে ভাবে, এগিয়ে থাকে।
আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব শক্তির নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিবপুরের লড়াকু বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি র তত্বাবধানে শিবপুর যুব তৃণমূলের সভাপতি সুপ্রভাত মশাটের উদ্যোগে বসন্ত উৎসবের দামামা বাজিয়ে শুভ দোল পূর্ণিমার সূচনা করে দিল শিবপুর যুব তৃণমূল । উৎসবে সামিল হন দক্ষ সংগঠক হাওড়া সদরের যুব সভাপতি কৈলাশ মিশ্র , কানাইলাল ভট্টাচার্য কলেজের প্রিন্সিপাল কৌস্তব লাহিড়ী, শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা, সন্দীপ রায় অমিত দাস ও যুব নেতা সৌম্য ঘোষ এর উপস্থিতির মধ্যে দিিয়ে রঙিন মিলন উৎসব পালিত হলো। শিবপুর কেন্দ্রের বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও এই অনুষ্ঠানে মেতে ওঠেন হাজারো বেশি ছাত্র যুব কর্মীরা।
Basanta utsav Howrah TMC: শিবপুর যুব তৃণমূলের উদ্যোগে বসন্ত উৎসব
রিপোর্ট : সুরজিৎ মালিক , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper