দিদির সুরক্ষা কবচ কর্মসূচী
দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে (Didir Suraksha Kawach)সোমবার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন আই এন টি টি ইউ সি ‘র আলিপুরদুয়ার জেলা সভাপতি বিনোদ মিঞ্জ। (Didir Suraksha Kawach) তার সাথে ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্ব।বিনোদ মিঞ্জ এদিনের কর্মসুচীতে দেওডাঙ্গা হাই স্কুল, গ্রাম পঞ্চায়েত দপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে সেগুলির সমস্যাবলী বিষয়ে খোঁজ খবর নেন এবং সেগুলি সমাধানের আশ্বাস দেন।
এলাকাবাসীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের সুবিধার খোঁজ খবর
এলাকাবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা এবং দৈনন্দিন জীবনে কি কি সমস্যা আছে সে সম্পর্কে খোঁজ খবর নেন। বিনোদ মিঞ্জ জানান জনসাধারণের সমস্যাবলী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সেগুলি সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও জানান দৈনন্দিন জীবনে মানুষের বিভিন্ন সামাজিক সমস্যা দূর করে মানুষের জীবনকে সুন্দর ও স্বাভাবিক করে তুলতে রাজ্যের মা মাটি মানুষের সরকার ও মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper