বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের (Alipurduar) উদ্যোগে ও বন দপ্তরের অর্থানুকূল্যে রবিবার ভল্কা রেঞ্জের চেংমারি বিটে জে এফ এম সি অর্থাৎ যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে টর্চলাইট।
(Alipurduar) বন দপ্তর সূত্রে জানা গেছে বন ও বন্য প্রাণী সুরক্ষায় জে এফ এম সি সদস্যরা নজরদারি চালান।(Alipurduar) রাতে এই নজরদারি চালাতে যাতে কোনো অসুবিধা না হয় সেই উদ্দ্যেশ্যেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে টর্চলাইট। পাশাপাশি জে এফ এম সি ‘র যেসব সদস্যরা বন ও বন্য প্রাণী সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বন দপ্তরের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ট্রফি।উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের সহকারী বিভাগীয় বনাধিকারিক অর্নব ঘোষ, কুমারগ্রাম থানার আই সি বাসুদেব সরকার সহ এলাকার বিশিষ্টজনেরা।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper