বৃহস্পতিবার নিউ জলপাইগুড়িতে (Rozgar Mela) বিশ্ববরেণ্য নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে “রোজগার মেলা ” অনুষ্ঠিত হল উত্তর-পূর্ব রেলের অধিনে। (Rozgar Mela) আজ রেল পরীক্ষায় উত্তীর্ণদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।
নিয়োগ পত্র তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পরে মন্ত্রী বলেন এটা হচ্ছে মোদির উন্নয়ন যোগ্য কর্মসূচি, এই “রোজগার ” মেলার মাধ্যমে সারা দেশে ৭১ হাজারেরও বেশি নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে। ধিরে ধিরে এই নিয়োগ আরও বাড়ানো হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডাঃ জয়ন্ত রায়, ডাবগ্রাম -ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জী, বিধায়ক শঙ্কর ঘোষ, দূর্গা মুর্মু ও রেলের ভার প্রাপ্ত আধিকারিকগন। সাংসদ জয়ন্ত রায় বলেন, এই অনুষ্ঠানে থাকতে পেরে গর্ববোধ করছি। দেশের সব প্রান্তে মোদিজীর উন্নয়নের ছোঁয়া লাগছে।