বিটাউনে আবার কাস্টিং কাউচের (Aarti Mittal) অভিযোগ।বলিউডে কাজ করার সুযোগ মিলবে এই অছিলায় দেহব্যবসার চক্র চালানোর অভিযোগ উঠেছে কাস্টিং ডিরেক্টর এবং প্রাক্তন অভিনেত্রী আরতি মিত্তলের বিরুদ্ধে। (Aarti Mittal)এই অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতারও করেছে ।(Aarti Mittal) তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চ। সকলেরই প্রশ্ন, কে এই আরতি? বহু সিরিয়ালের মুখ ছিলেন এই আরতি। শুধু সিরিয়াল নয়, বেশ কিছু ওয়েব সিরিজ়েও অভিনয় করেছিলেন তিনি।
প্রচুর জনপ্রিয় সিরিয়ালে কাজ
‘না উমর কা সীমা হো’, (Aarti Mittal)‘আপনাপন-বদলতে রিস্তোঁ কি বন্ধন’-সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছিলেন আরতি। হিন্দি সিরিয়াল জগতের বেশ কিছু নামজাদা অভিনেতার সঙ্গে তাঁর পরিচয়ও ছিল।যেমন হিতেন তেজওয়ানি, রোহিত রায়,আমন বর্মার মতো বেশ কিছু জনপ্রিয় অভিনেতার সঙ্গে ইনস্টাগ্রামে তাঁর ছবিও দেখা গিয়েছে। প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের সঙ্গেও একটি ছবিতে অভিনয় করেছেন আরতি। প্রচুর জনপ্রিয় সিরিয়ালে কাজ করেও তেমন পরিচিতি পাননি তিনি।
উঠতি মডেলদের টাকার টোপ দিয়ে দেহব্যবসায় নামানোর ছক
পুলিশ আধিকারিক মনোজ সুতার গোপন সূত্র মারফত এই দেহব্যবসার চক্রের খোঁজ পান। তথ্য পেয়ে তিনি একটি দল গঠন করেন এবং আরতিকে ফোন করে জানান, দুই বন্ধুর জন্য দু’জন গণিকা লাগবে। ফোনে ৬০ হাজার টাকা দাবি করেন আরতি। শুধু তা-ই নয়, তদন্তকারীদের দাবি, তরুণ উঠতি মডেলদের টাকার টোপ দিয়ে দেহব্যবসায় নামানোর ছক করতেন ওই কাস্টিং ডিরেক্টর। সংবাদ সংস্থার সাথে আরতি কথা বলতে অস্বীকার করলেও সূত্র মারফত জানা যাচ্ছে যে বলিউডে এরকম কাস্টিং এর নামে দেহ ব্যাবসা দীর্ঘদিন ধরে চলে আসার অভযোগ রয়েছে। নতুন ছেলে মেয়েদের সুযোগ দেওয়ার লোভ দেখিয়ে অনৈতিক কাজে যুক্ত করার ব্যবসা রমরমিয়ে চলছে। মুম্বাই পুলিশের এই ধরপাকরে আগামীতে এই অনৈতিক কাজের কোনো সুরাহা হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে ফিল্ম জগতের মানুষদের সরাসরি এই ভাবে জড়িয়ে পড়াকে অনেকেই অশনি সংকেত হিসেবেই দেখছে। আগামীতে তদন্তে আরো অনেক পরিচিত নাম উঠে আসবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সকলের চোখ এখন সেদিকেই আটকে রয়েছে।