উত্তর 24 পরগনার জেলা পরিষদ অভিযানে গ্রেফতার দশ কমরেডদের নিঃশর্ত মুক্তির দাবিতে বামপন্থী যুব সংগঠন ও বামপন্থী ছাত্র সংগঠন DYFI ও SFI র ডাকে রাজ্যজুড়ে সমস্ত থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আগেই।
(DYFI)ঠিক সেই মতন রাজ্যের বিভিন্ন থানার সাথে বর্ধমান থানা ঘেরাও করে বাম ছাত্র যুব সংগঠন । সাতজনের এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় থানায়। পুলিশ সেই ডেপুটেশন এক প্রকার চাপে পরেই গ্রহণ করে বলা চলে। থানার গেটের সামনে চলে তুমুল বিক্ষোভ কর্মসূচি। ছাত্র ও যুব র বিভিন্ন নেতৃত্ব কর্মসূচিতে তাদের বক্তব্য পেশ করেন। ধিক্কার জানান রাজ্য পুলিশকে। তাদের মূল কথা রাজ্য পুলিশ গণতান্ত্রিক আন্দোলন দমনে ঠিক যে পরিমাণ সক্রিয়, তা আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে নয় । কাজেই পুলিশের এই দ্বিচারিতার বিরুদ্ধে এবং রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি কে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন করেন তারা পুলিশকে উদ্দেশ্য করে।