উত্তর দিনাজপুরের ইসলামপুর (Uttar Dinajpur) পুলিশ জেলার অধীন ডালখোলা থানার পুলিশ চল্লিশটিরও বেশী হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিলো।ডালখোলা থানা সূত্রে জানা গেছে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ মোবাইল ফোন গুলি উদ্ধার করে। নির্দিষ্ট পদ্ধতিতে উদ্ধার করা মোবাইল ফোন গুলির প্রকৃত মালিকদের চিহ্নিত করে বুধবার থানায় তাদের ডেকে এনে তাদের হাতে মোবাইল ফোন গুলি তুলে দেওয়া হয়েছে । মোবাইল ফেরত পেয়ে খুশী মালিকরা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
Uttar Dinajpur: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, উত্তর দিনাজপুর