ভোর রাতে পেঁচার ডাকে
মনে লাগে ভয়,
খোকা তবু আম বাগানে
আম কুড়াতে যায়।
ছোট্ট খোকা ছোট বড়
অনেক আম পায়,
খুশি মনে ব্যাগ ভরে
বাড়ি নিয়ে যায়।
ছোট্ট খোকা বোনকে বলে
পাকা আম আছে,
সাবধানেতে ঢাল আম
নষ্ট হবে পাছে।
বোন বলে ব্যাগের ভেতর
আম কোথায় বল,
আম নয় এসব দেখি
খেঁক শিয়ালের মল।
(বুধবার , মে 10 2023)