রবিবার ডাব্গ্রাম ১ নং এরিয়া (Cpim) কমিটির ডাকে অনুষ্ঠিত হল জনসভা করল সিপিআইএম। জনসভা অনুষ্ঠিত হয় সেবক রোডের চেকপোস্ট মোড়ে ।১.কালিয়াগঞ্জসহ রাজ্যের বিভিন্ন স্থানে নারীদের উপর অত্যাচারের সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ২. নিয়োগ দুর্নীতি ও চাকরি চুরিতে অভিযুক্ত সকলকে গ্রেপ্তার ও শাস্তি ৩. শিলিগুড়ি পৌরকর্পরেশনের ব্যার্থতা৪. সরকারি জমিতে বসবাসকারী সবাইকে পাট্টা দিতে হবে৫. রাজ্য ব্যাপী খুন সন্ত্রাস ও তৃণমূল -বিজেপির বিভাজন বা মেরুকরন নীতির বিরুদ্ধে।উপস্থিত নেতৃত্বরা রাজ্যের শাসন ব্যাবস্থা অবনতি নিয়ে তৃনমূল সরকারকে কদর্য ভাষায় আক্রমণ করে। অন্য কেন্দ্রের বিজেপির জনবিরোধী নীতিকে তুলোধনা করতে ছাড়েননি। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দীলিপ সিংসহ অন্যান্যরা।
Cpim: সিপিআইএমের জনসভা সেবকে
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি