জলপাইগুড়ি (siliguri) জেলার রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর সমরনগর বউবাজার এলাকায় নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। সোমবার এই প্রকল্পের কাজের শুভ সূচনা করে গৌতম দেব জানান জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আর্থিক আনুকূল্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। আনুমানিক ব্যয় হবে চার কোটি বত্রিশ লক্ষ ছত্রিশ হাজার আটশত সাতাশ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তর সমরনগর, সমরনগর, মাঝহুয়া, দীপনগর, ডাবগ্রাম – ১ প্রভৃতি এলাকার জনগন উপকৃত হবেন। প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক, বাস্তুকার সহ এলাকার বিশিষ্টজনেরা।
Goutam Deb siliguri: নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন গৌতম দেব
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি