এক বিজেপি নেতাকে (CoochBehar) বাড়িতে ঢুকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার পুঁটিমারি এলাকায়। (CoochBehar) প্রশান্ত রায় বসুনিয়া নামে ওই বিজেপি নেতাকে বাড়িতে ঢুকে কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা।গুরুতর জখম অবস্থায় ভর্তি করানো হয়েছে দিনহাটা হাসপাতালে ।
শুক্রবার দুপুরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।তবে এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, আমি ঘটনাটি এখনই শুনলাম, ২৩ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক কে মাথায় গুলি করেছে কয়েকজন এসে। তবে সরাসরি তৃণমূলের দিকে আঙ্গুল না তুললেও তিনি বলেন দিনহাটাতে তৃণমূলের সন্ত্রাস মারামারি চলছেই।
তবে দিনে-দুপুরে বিজেপি কর্মীকে গুলি এটা ভাবা যায় না, আমরা সেখানে যাচ্ছি।শুক্রবার দুপুরে বাড়িতেই ছিলেন প্রশান্ত। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, দুপুরে আচমকা কয়েক জন বাড়িতে ঢুকে প্রশান্তকে লক্ষ্য করে গুলি চালায়। তার জেরে গুরুতর জখম হন প্রশান্ত। তাঁকে রক্তাক্ত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, যেকোনো খুন বা মৃত্যুই দুঃখজনক এবং নিন্দা জনক, তবে এটুকু বলতে পারি এই খুনের সঙ্গে সম্ভবত কোন রাজনৈতিক যোগ নেই। তৃণমূল কংগ্রেস কখনো খুনোখুনির রাজনীতি বিশ্বাস করে না।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper