Breaking News

Sushil Kumar Modi CoochBehar: রাজবাড়িতে রাজাদের নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্কে জড়ালেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী

রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার

Sushil Kumar Modi CoochBehar: রাজবাড়িতে রাজাদের নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্কে জড়ালেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদীকোচবিহার (CoochBehar) রাজবাড়িতে দাঁড়িয়ে মহা রাজাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী।(CoochBehar) কোচবিহারে একটি দলীয় কার্যালয়ে আসেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। (CoochBehar) মঙ্গলবার সকালে কোচবিহারের বিজেপি বিধায়কদের সঙ্গে রাজবাড়ি ঘুরতে যান সুশীল মোদী। রাজবাড়ী ঘুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , রাজা মহারাজারা প্রজাদের করের টাকায় নিজেদের ভোগ-বিলাসের জন্য এমন প্রাসাদ তৈরি করতেন। তারা ইচ্ছে মতন স্বীকার করতেন। কোচবিহার রাজ বাড়িতে বিজেপি বিধায়কদের পাশে নিয়ে সুশীল মোদীর এমন বক্তব্য নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেস।

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় সাংবাদিক বৈঠক করে বলেন, কোচবিহারের কোন ইতিহাস না জেনে সুশীল মোদীর মন্তব্য কোচবিহার বাসীর ভাবাবেগকে আঘাত করেছে। তাই আমরা তাকে ধিক্কার জানাই। একই সাথে ধিক্কার জানাই কোচবিহারের বিজেপির দুই বিধায়ক কে। নিখিল রঞ্জন দে ও সুকুমার রায় মেরুদণ্ডহীন বিধায়ক। নিজেদের পদ বাঁচানোর জন্য কোচবিহারের মহারাজাদের নিয়ে কুরুচিকর মন্তব্য শুনেও চুপ ছিলেন। অবিলম্বে সুশীল মোদীকে তার কথা প্রত্যাহার করতে হবে। না হলে তীব্র আন্দোলন করা হবে বলেও তিনি জানান।

এরপরই তৃণমূল জেলা কার্যালয় সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সাংবাদিক বৈঠক করে অভিজিৎ বাবু জানান কোচবিহার ছাড়ার আগে ক্ষমা চাইতে হবে সুশীল মোদীকে, তা না হলে ভয়ংকর আন্দোলন হবে কোচবিহারে। এমনকি কোচবিহারের দুই বিধায়ক যারা মৌন ছিলেন কাউকেই ছাড়া হবে না। সুশীল মোদীর মহারাজাদের নিয়ে এরূপ মন্তব্য করায় রাজবাড়ী গেটের সামনে সুশীল মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।