বৃহস্পতিবার (BJP)ছিলো ২৩শের পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমার শেষ দিন।(BJP) নমিনেশন শুরুর প্রথম দিন থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের নমিনেশনে বাঁধার একাধিক অভিযোগ ওঠে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ছিলো পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমার শেষ দিন। শেষ দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা মিললো বিজেপির নেতা মন্ত্রী বিধায়ক দের । প্রার্থী দের সঙ্গে নিয়ে নমিনেশন জমা দিতে । এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিজেপি প্রার্থীদের নমিনেশন ফর্ম জমার শেষ দিনে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন । এদিন তাকে প্রার্থী দের নমিনেশন ফর্ম ও নিজে হাতে ফিলাপ করতে দেখা গেলো । বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন কে নমিনেশনের দিন পাশে পেয়ে খুশি বিজেপি প্রার্থী থেকে সমর্থক সকলেই ।
Dr. Indranil Khan BJP:পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমার শেষ দিনে বিজেপি প্রার্থীদের পাশে ডাঃ ইন্দ্রনীল খাঁন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দক্ষিণ ২৪ পরগনা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper