Breaking News

Alipurduar: উত্তাল রায়ডাক নদীর চরে আটকে পড়া মহিলাকে উদ্ধার করলো কুমারগ্রাম ব্লক প্রশাসন

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: উত্তাল রায়ডাক নদীর চরে আটকে পড়া মহিলাকে উদ্ধার করলো কুমারগ্রাম ব্লক প্রশাসনবর্ষায় ভরা ( Alipurduar ) উত্তাল রায়ডাক নদীর চড়ায় আটকে পড়া এক মহিলাকে উদ্ধার করলো কুমারগ্রাম ব্লক প্রশাসন। (Alipurduar) কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার জানান শুক্রবার সকালে তিনি খবর পান অমরপুর এলাকার এক মহিলা রায়ডাক নদীর একটি ছোট্ট চড়ায় আটকে পড়েছেন।

বর্ষায় ভরা উত্তাল খরস্রোতা রায়ডাক নদীর জলস্রোতে যে কোনো মুহুর্তে তিনি ভেসে যেতে পারেন। খবর পেয়ে কালবিলম্ব না করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের নৌকা দিয়ে ঐ মহিলাকে উদ্ধারের জন্য পাঠানো হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাথে ছিলেন কুমারগ্রাম থানার পুলিশ কর্মী ও বন দপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় তারা ঐ মহিলাকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারের পর মহিলাকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে । বিডিওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।