দুই হাজার আঠারো সালে অবসর (CoochBehar)নেওয়া কোচবিহার পৌরসভার কর্মীদের বকেয়া গ্র্যাচুইটির টাকা চেক মারফত মিটিয়ে দিলো কোচবিহার পৌরসভা। (CoochBehar)শুক্রবার পৌরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক সিরাজ ধনেশ্বর, সদর মহকুমাশাসক শেখ রাকিবুর রহমান, পৌর পিতা রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা।
রবীন্দ্রনাথ ঘোষ জানান এদিন বকেয়া গ্র্যাচুইটির চেক এর সাথে একটি করে নারিকেল চারা অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে জুলাই মাসের চৌদ্দ তারিখ থেকে আঠারো তারিখ পালিত হবে বন মহোৎসব। গাছ লাগিয়ে শহরকে পরিবেশ দূষণ মুক্ত রাখতে ও শহরকে সবুজায়নে মূড়ে দেবার লক্ষ্যেই এই নারিকেল চারা দেওয়া হয়েছে বলে তিনি জানান। রবীন্দ্রনাথ ঘোষ আরও জানান পরবর্তীতে দুই হাজার আঠারো সালের পর অবসর নেওয়া কর্মীদের বকেয়া গ্র্যাচুইটির টাকা ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper