বরিষ এসেছে,
কদম কেয়া বকুলের সাথে
ঊষর ভূঁই সিক্ত করে
অবনির তৃষ্ণা মিটাতে।
অঝোরে হচ্ছে বরিষণ
চারিদিকে কলকল সুর
শ্রবণে সংগীতের মতো সুমধুর।
নবযৌবনে বনবাদাড় হচ্ছে সবুজ,
লুকোচুরি খেলে কাদম্বিনী সুরুজ।
জলযৌবনে মরতা স্রোতস্বিনী
সাগর সঙ্গমে উন্মাদিনী।
মনের সুখে কেকা নাচে।
মাতাল এখন ব্যাঙের দল,
ডাকছে একে অপরকে।
মৎস্যরা দৌড়াচ্ছে উজানে,
গতর ঘেঁষাঘেঁষিতে হরষিত মনে।
এ বরিষে এসো প্রিয়া বকুল তলায়,
বকুলের গন্ধে ছন্দে ছন্দে
দুজনেই সিক্ত করবো হিয়া
বরিষের বরিষণ ধারায়।।
(রবিবার , জুলাই 16 2023)