ভিন রাজ্যে কাজ করতে (Dooars ) গিয়ে প্রাণ হারালো রাভা জনজাতির এক যুবক।(Dooars ) জলপাইগুড়ি বন বিভাগের মুরাগ ঘাট রেঞ্জ লাগোয়া গোসাইহাট বনবস্তি র বাসিন্দা পার্থ রাভা পেটের তাগিদে দক্ষিণ ভারতের কেরালায় গিয়েছিল পাথর ব্লাস্ট করার কাজে।
সেখানেই গত বুধবার জীবনের ঝুঁকি নিয়ে মাইন্ড ব্লাস্টিং করতে গিয়ে সে সময় পাথর ছিটকে তার বুকে আঘাত লাগলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পার্থ। পরবর্তীতে তার নিথর দেহ কফিনবন্দি অবস্থায় ধুপগুড়ির গোসাইরহাট বনব বস্তির বাড়িতে ফিরে আসে। তরতাজা যুবকের নিথর দেহ বাড়িতে ফিরতেই শোক বিহল হয়ে পড়ে গোটা এলাকা। কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায় পার্থ রাভার পরিবারের লোকজনদের। বিষয়টি নিয়ে রাভা ডেভলপমেন্ট কাউন্সিলের সভাপতি রবি রাভা বলেন, পেটের তাগিদে খুকলুং বনবস্তি ও গোসাইয়েরহাট বনবস্তি এলাকার প্রায় 40-50 জন যুবক ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। তিনি আরো বলেন, মূলত সংসার চালানোর কারণেই মৃত ওই যুবককে ভিন রাজ্যে মাইন্ড ব্লাস্টিং এর মত ঝুঁকিপূর্ণ কাজে যেতে হয়েছিল।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper