Breaking News

শরতের মৃদু হাসি

চারপাশে তাকিয়ে দেখি শরতের মৃদু হাসি
নদীর ধারে,বিলের ধারে,রাস্তার দুপাশে
ভোরের শিশির ভেজা শিউলির উল্লাসী।
প্রকৃতি সেজেছে আজ ধরনীর প্রসস্থ বুকে
মেঘের সঙ্গে মেঘের যেন নিরব আলিঙ্গন
দূর আকাশে গাঙচিলের গান শুনে লোকে।
গগনের রবি প্রভাত ফেরীতে ছড়ায় ছবি
শিশিরের টুপটাপ ফোঁটা ঘাসের ডগায়
শরৎ রানী এলো দেশে ছন্দ খুঁজে কবি।
নদীর বুকে ঢেউ উঠে মিশে যায় যে জলে
সারি সারি ঢেউ যেন নদীর জল কলকলে
শরত এলো বিলের ধারে সাদা কাশ ফুলে।
বর্ষার জলে শাপলা পদ্মফুলের হাসি
শরতের দুপুরে এসে রাখাল বাজায় বাঁশি
শরত এলো দেশে মন আনন্দে উল্লাসী।
(বুধবার , আগস্ট 2 2023)