হাসানুজ্জামান (Tmc) বসিরহাট পঞ্চায়েত বোর্ড গঠন যত এগিয়ে আসছে বিরোধী শিবিরে ভাঙ্গন স্পষ্ট হচ্ছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়ে মোট আসন ত্রিশটা এবারে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস একুশটা আসন জয়ী হয়েছিল। (Tmc) বিরোধীরা পেয়েছিল নটা তার মধ্যে দুই সিপিএম জয়ী প্রার্থী দুই কংগ্রেস জয়ী প্রার্থী তৃণমূলে যোগদান করলেন সারাফুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলার সহ-সভাপতি দুলাল ভট্টাচার্য ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গোবিন্দ মন্ডল, ওহাব মন্ডলসহ তৃণমূল নেতৃত্ব।
সিপিএম ও কংগ্রেসের জয়ী দলত্যাগী প্রার্থীরা জানান যেভাবে উন্নয়ন হচ্ছে রাজ্যজুড়ে পঞ্চায়েতের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের দাবি মেনে গ্রাম সভায় বেশি বেশি করে উন্নয়ন করতে পারব বলে আজকে আমরা সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগদান করলাম। যাতে আগামী দিনে পঞ্চায়েতের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প মানুষ যাতে বঞ্চিত না হয় তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মানুষের পরিষেবা দেওয়ার জন্য গ্রামের মানুষ চাই উন্নয়নের পক্ষে দাঁড়াতে তারা বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে তাই তারা যাতে বঞ্চিত না হয় তার জন্য আমাদের এই দল ত্যাগ করে তৃণমূলে যোগদান।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper