ভোট গঠনকে (Dhupguri)ঘিরে দফায় দফায় ব্যাপক উত্তেজনা দেখা দিল ধূপগুড়ির বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে। (Dhupguri)বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল তৃণমূল ও বিজেপি কর্মীদের।(Dhupguri) ধূপগুড়ি র মাগুরবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে কিছুটা ঝামেলা হলেও পরবর্তীতে শান্তিপূর্ণভাবে খাতা খুলতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
মূলত তৃণমূল কংগ্রেসের থেকেই বোর্ড গঠন করে মাগুরমারী এক গ্রাম পঞ্চায়েত। বোর্ড গঠনের পরবর্তীতেই সবুজ আবিরে মেতে উঠতে দেখা যায় শাসকদলের কর্মী সমর্থকদের। অপরদিকে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে আজ ছিল বোর্ড গঠনকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা দেখা যায়। অভিযোগ, বিজেপির জয়ী সদস্যরা বোর্ড গঠনের জন্য এলেও আসেনি তৃণমূলের সদস্যরা। পাশাপাশি বিজেপি নেতৃত্ব আরও অভিযোগ করেন, বোর্ড গঠনের জন্য ধূপগুড়ি ব্লক অফিস থেকে আধিকারিকরা যেতে চাইলেও তাদের আটকে দেয় শাসক দল। এদিকে বিজেপির এই শক্ত ঘাঁটিতে বোর্ড গঠনের জন্য বিজেপির জয়ী সদস্যরা সকাল থেকে এসে উপস্থিত হলেও সন্ধ্যা পর্যন্ত গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। রাস্তার উপর গাছ ফেলে তারা পথ অবরোধ করে। মুহূর্তেই বন্ধ হয়ে যায় গোধেযারকুটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। পরিস্থিতির উত্তেজনা দেখেই স্কুল থেকে বেরিয়ে পড়ে ছাত্র-ছাত্রীরা। পরবর্তীতে বন্ধ হয়ে যায় স্কুল। যদিও বিদ্যালয়ের তরফ ে কোন বক্তব্য পাওয়া যায়নি।
পরিস্থিতি ( Dhupguri) সামাল দিতে অতিরিক্ত জেলা পুলিশ সুপার, ডিএসপি ক্রাইম সহ একাধিক পুলিশ কর্তার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী সহ raf নামানো হয় সংশ্লিষ্ট এলাকায়। মুহুর্মুহু ব্যাপক উত্তেজনা দেখা দেয় গোধেয়ার কুটি এলাকা জুড়ে। দিন ভোর চলা পথ অবরোধের ছেড়ে নাজেহাল হতে হয় পথ চলতি সাধারণ মানুষদের। বিজেপির তরফে পদ্মলোচন রায় বলেন, রাজ্যের তৃণমূল সরকারকে খুশি করতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ থেকে কোন প্রতিনিধি কিংবা আধিকারিক আসেনি। কিন্তু সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে বিজেপি সংখ্যাগরিষ্ঠ ভাবে জয়লাভ করেছে। মোট ২৩ টি আসনের মধ্যে এককভাবে বারোটিতে জয়লাভ করায় ধুপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করন থেকে চিঠি দিয়ে সেই কথা জানানোর পরেও এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ থেকে কোন কর্মী বা আধিকারিক এসে আজ বোর্ড গঠন না করায় তারা পথ অবরোধ, বিক্ষোভ ও ধারণা দিতে বাধ্য হন বলে জানান। অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিদায়ী প্রধান ধর্ম নারায়ণ রায় বলেন, বুধবার তাদের বোর্ড গঠন থাকলেও তৃণমূলের একজন জয়ী প্রার্থী নিখোঁজ থাকায় তারা বোর্ড গঠনে সামিল হতে পারছেন না বলে উল্লেখ করেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper