খেলার মাঠ (football ) থেকে প্রতিভার সন্ধানে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে অযোধ্যা হিলটপ মাঠে শুরু হলো অযোধ্যা কাপ ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, আই পি এস। জানা গেছে জেলার মোট আটষট্টিটি ফুটবল টিম এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। ঊনিশে আগস্ট এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য আধিকারিকগন সহ বিশিষ্ট ব্যক্তিগন।
football Purulia: প্রতিভার সন্ধানে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা পুরুলিয়ায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, পুরুলিয়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper