সামনেই (BJP) লোকসভা নির্বাচন। আর নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচারে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। ঠিক তেমনি শনিবার বিকেলে শিলিগুড়ির সেবক রোড থেকে ভেনাস মোড় পর্যন্ত জনসংযোগ সারলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। এদিন তিনি হিলকার্ট রোডে অবস্থিত বেশ কিছু দোকানপাট ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সাথে কথাও বলেন। এছাড়াও এদিন তিনি টোটো-তে উঠে টোটো চালকের সাথে জনসংযোগ করেন। আবার অপরদিকে চশমার দোকানে ঢুকে চশমাও ঠিক করান জনসংযোগের মাঝে।
BJP: আসন্ন লোকসভাকে কেন্দ্র করে শিলিগুড়ি হিলকার্ট রোডে ভোটপ্রচারে বিজেপি প্রার্থী রাজু বিস্তা
রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য, এই যুগ, শিলিগুড়ি